বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

অ্যাডামসের পদত্যাগ  নিউইয়র্ক সিটির জন্য  কল্যাণকর!

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৭:৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪

অ্যাডামসের পদত্যাগ  নিউইয়র্ক সিটির জন্য  কল্যাণকর!

ছবি: সংগৃহীত

মেয়র এরিক অ্যাডামকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন রেপ. আলেজান্দ্রিয়া ওকাসিও-কোরটেজ। ফেডারেল তদন্ত তার প্রশাসনকে পঙ্গু করে দেওয়ার প্রেক্ষাপটে এই আহ্বান জানানো হলো।

ওকাসিও-কোরটেজ জানিয়েছেন, ‘নগরীর কল্যাণের জন্য’ অ্যাডামসের পদত্যাগ করা উচিত।
তিনি এক্সে বলেন, ‘নিউইয়র্ক সিটি কিভাবে মেয়র অ্যাডামস চালাবেন, তা বুঝতে পারছি না।’
তিনি বলেন, ‘বিপুলসংখ্যক পদত্যাগ এবং শূন্যতা সরকারি কার্যক্রমকে হুমকির মুখে ফেলে দিয়েছে। বিরতিহীন তদন্ত নিয়োগ এবং যোগ্যতাসম্পন্ন প্রশাসন বহাল রাখার কাজ অসম্ভব করে তুলেছে।’
সাম্প্রতিক সময়ে যারা অ্যাডামসকে পদত্যাগ করতে বলেছেন, তার মধ্যে ওকাসিও-কোরটেজ হলেন সবচেয়ে বিখ্যাত। 
উল্লেখ্য গত কয়েক দিনে অ্যাডামস প্রশাসনের উচ্চ পদ থেকে বেশ কয়েকজন পদত্যাগ করেছেন।
আর পদত্যাগের ঢেউ আসছে সমাজবাদী আইনপ্রণেতাদের কাছ থেকে। এটা শুরু হয় ১৩ সেপ্টেম্বর। ওই দিন সমাজবাদী অ্যাসেম্বলিওম্যান ইমিলি গ্লাটাগার বলেন, ‘নতুন মেয়র আমাদের প্রাপ্য।’
এখন পর্যন্ত আটজন আইনপ্রণেতা অ্যাডামসকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। তারা সবাই ডেমোক্র্যাট। আর অ্যাডামসও ডেমোক্র্যাট। 
অ্যাডামকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে কাউন্সিলওম্যান টিফানি ক্যাবান বরেছিলেন, ‘এরিক অ্যাডামস দুর্নীতি ও অব্যবস্থাপনায় নেতৃত্ব দিচ্ছেন। নিউ ইয়র্ক আরো ভালো কাউকে পাওয়ার অধিকার রাখে। এখন সময় হলো তার পদত্যাগ করার।’
গত ৪ সেপ্টেম্বর ফেডারেল অ্যাজেন্টরা অ্যাডামসের কয়েকজন শীর্ষ কর্মকর্তার সন্ধানে হানা দিলে তার ওপর চাপ আরো বাড়ে। এরপর পদত্যাগের ঢেউ আরো বেড়ে যায়।
তবে অ্যাডামস তার মুখপাত্রের মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছেন, পদত্যাগ করার কোনো পরিকল্পনা তার নেই।
তিনি বলেন, নিউ ইয়র্ক সিটির এই দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র কেবল গুঞ্জব আর অসম্মানজনক ইঙ্গিতের মধ্যে পদত্যাগ করতে পারে না। 
তিনি বলেন, আমার বিরুদ্ধে একটি মামলাও হয়নি। তাহলে কেন পদত্যাগ করব।
 

শেয়ার করুন: