শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

লং আইল্যান্ডে  পোড়ানো হচ্ছে  অবৈধ গাঁজা

নবযুগ রিপোর্ট

আপডেট: ২২:২৬, ৩০ আগস্ট ২০২৪

লং আইল্যান্ডে  পোড়ানো হচ্ছে  অবৈধ গাঁজা

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটিতে উদ্ধার করা অবৈধ গাঁজা লং আইল্যান্ডে পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে। আর এ কাজে নেতৃত্ব দিচ্ছেন মেয়র এরিক অ্যাডামস। তিনি নিজেই চুল্লিতে আগুন দিয়ে জব্দ করা গাঁজা পুড়িয়ে ফেলার কাজ শুরু করেছেন। তিনি এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, ‘আমরা এই নগরীর অবৈধ গাঁজা ধ্বংস করতে যাচ্ছি।’

তিনি বুধবারের এই মিডিয়া ব্রিফিংয়ের পর আক্ষরিকভাবেই কাজটি করেন। বক্তব্য রাখার পর তিনি চুল্লি স্থাপনাটির ভেতরে প্রবেশ করে নিজেই এক বাক্স গাঁজা পুড়িয়ে দেন। তবে গাঁজার সাথে অন্যান্য আবর্জনা মিশিয়ে দেওয়া হয়। 
অপারেশন প্যাডলক টু প্রটেক্ট নামের ওই অভিযানে চার হাজারের বেশি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এগুলোর মধ্যে এক হাজার দোকান বন্ধ করে দেওয়া হয়। এসব দোকান থেকে অবৈধ গাঁজা জব্দ করা হয়।
এসব গাঁজা যাতে আবার দোকানে ফিরতে না পারে, সেজন্যই সেগুলো পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত হয়।
অ্যাডামস বলেন, ‘আমরা  চাই না, এগুলো আবার কমিউনিটির মধ্যে ফিরে আসুক।’ 
অবৈধ গাঁজা পোড়ানোর সময় এর বিষাক্ত ধোঁয়া যাতে কারো কাছে না যায়, তা নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল।
তবে ঠিক কত পরিমাণ গাঁজা পোড়ানো হয়েছে, তার পরিসংখ্যান দেননি মেয়র। তিনি জানান আইন-শৃঙ্খলা বাহিনী এই তথ্য দেবে।
উল্লেখ্য, দমন অভিযানে নিউ ইয়র্ক সিটি থেকে ৬৩ মিলিয়ন ডলার মূধ্যের গাঁজা জব্দ করা হয়েছিল।
 

শেয়ার করুন: