বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

বাইডেন প্রশাসনের ঘোষণা: সরবরাহ করা হচ্ছে মাঙ্কিপক্সের ৩ লাখ টিকা 

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৯, ৩ জুলাই ২০২২

বাইডেন প্রশাসনের ঘোষণা: সরবরাহ করা হচ্ছে মাঙ্কিপক্সের ৩ লাখ টিকা 

বাইডেন প্রশাসনের ঘোষণা: সরবরাহ করা হচ্ছে মাঙ্কিপক্সের ৩ লাখ টিকা 

বাইডেন প্রশাসন ঘোষণা করেছে, মাঙ্কিপক্স প্রতিরোধের জন্য তারা জরুরিভিত্তিতে তিন লাখ টিকা সরবরাহ করবে।
ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস জানায়, আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকা লোকদের সুরক্ষার জন্য তারা দুই লাখ ৯৬ হাজার জেওয়াইএনএনইওএস টিকা পাঠাচ্ছে।

বিভাগটি জানায়, এসবের মধ্যে ৫৬ হাজার টিকা এখনই পাওয়া যাবে। আর বাকি দুই লাখ ৪০ হাজার টিকা কয়েক সপ্তাহের মধ্যে পাওয়া যাবে। অবশিষ্ট টিকা পর্যায়ক্রমে পাওয়া যাবে।

নর্থ ক্যারোলিনায় গত বৃহস্পতিবার প্রথমবারের মতো মাঙ্কিপক্স দেখা যাওয়ার প্রেক্ষাপটে জরুরিভিত্তিতে টিকা সরবরাহ করার সিদ্ধান্ত হয়।

আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা বা আসার সম্ভাবনা আছে- এমন সবাইকে মাঙ্কিপক্স টিকার আওতায় আনার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে ঘনিষ্ঠ শারীরিক সম্পর্কে আসা লোকজন এই রোগে আক্রান্ত হওয়ার বেশি ঝুঁকিতে থাকে।

সিডিসি পরিচালক ডা. রোচেলে ওয়ালেনস্কি মঙ্গলবার বলেছেন, এ পর্যন্ত ৪৯টি দেশের ৪,৭০০ লোক মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে। আর যুক্তরাষ্ট্রে ২৮টি এলাকায় ৩০৬ জন আক্রান্ত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত কেউ এ রোগে মারা যায়নি।

সমকামী লোকদের মধ্যে এই রোগের প্রকোপ বেশি দেখা যাচ্ছে। তবে এটি যৌনবাহিত রোগ কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

তবে সিডিসির ডিভিশন অব হাই কনসিকুয়েন্স প্যাথোজেন্স অ্যান্ড প্যাথলজির উপ-পরিচালক ডা. জেনিফার ম্যাককুইস্টন বলেন, যুক্তরাষ্ট্রে আক্রান্তদের বেশির ভাগই ঘনিষ্ঠ শারীরিক সম্পর্কের মাধ্যমেই হয়েছে।
 

শেয়ার করুন: